মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া- ৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নাননুকে ফুলেল সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার গাবতলীর সোন্ধ্যাবাড়ী আজাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষিকার পক্ষ থেকে এই ফুলেল সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা মিল্টন হোসাইন, প্রধান শিক্ষক রেজাউল হকসহ ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাগণ। অপর দিকে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে ডাঃ মোস্তফা আলম নাননু এমপিকে ফুলেল সংবর্ধনা জানানো হয়েছে। এছাড়া আরো বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি নাননুকে ফুলের সংবর্ধনা জানানো হয়েছে।