কাগইল (বগুড়া) প্রতিনিধিঃ “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান উজগ্রাম প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উজগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহমুদুল আলম চৌধুরী ডাবলুর সভাপতিত্বে পুরস্কার বিতরনপুর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিনপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উজগ্রাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনারুল ইসলা ধলু। এসময় উজগ্রাম সরঃ প্রাথিমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল কাফী, গোয়ালপাড়া সরঃ প্রথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, পাড়াবাইশা সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, লাংলুহাট সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনজিলা খাতুন, কৃষ্ণচন্দ্রপুর সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, পশ্চিমপাড়া সরঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খানমসহ সকল সহকারী শিক্ষকবৃন্দ। শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার কিতরন করা হয়।