1. dainikboguramail@gmail.com : dainikboguramail :
  2. babu24news@gmail.com : mita2023 :
ইউএনওর নোটিশের জবাব দিলেন ইউপি চেয়ারম্যান - দৈনিক বগুড়া মেইল : DainikBoguraMail
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ >>>
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের স্বরণে বগুড়ায় সভা ও দোয়া মাহফিল সুখানপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে অলষ্টার ক্লাবের উদ্দ্যোগে ফাইনাল ক্রিকেট খেলা অনুষ্ঠিত দ্রুত তারেক রহমানকে দেশে ফিরে আনতে হবে —রেজাউল করিম বাদশা  সাংবাদিক সজীব হাসানের শারীরিক সুস্থতা ও  কামনায় সান্তাহার সিটি প্রেস ক্লাবে দোয়া মাহফিল পূর্ব শত্রুতার জের ধরে গাবতলীতে পুকুরে বিষ প্রয়োগে ৫লক্ষাধিক টাকার মাছ নিধন অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের ১৪ সদস্যের মেয়ের বিয়ের জন্য আর্থিক অনুদান  আব্দুল হাই তোতা মাস্টারের ইন্তেকাল: শোক চলে গেলেন বিটিভির প্রযোজক বগুড়ার সন্তান মিজানুর রহমান মিল্টন আদমদীঘিতে গোয়াল ঘরের তালা ভেঙ্গে কৃষকের তিনটি গরু চুরি আদমদীঘিতে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ইউএনওর নোটিশের জবাব দিলেন ইউপি চেয়ারম্যান

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
শিমুল  হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ শোকদিবসে বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়ন পরিষদের সামনে একই স্ট্যান্ডে দুই পতাকা উত্তোলন করায় উপজেলার একমাত্র নারী ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি প্রাপ্ত নোটিশের জবাবে ভুল স্বীকার ও দু:খ প্রকাশ করেছেন।
১৭ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর কারন দর্শানো নাটিশ প্রাপ্তির প্রথম কর্মদিবসেই তার জবাব দিয়েছেন বলে জানাগেছে। নোটিশের জবাবে তিনি উল্লেখ করেছেন, গত ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের সময় অজ্ঞাত (অজানা) কারনে একই দন্ডে জাতীয় পতাকার উপরে কালো পতকা উত্তোলন করা হয়েছিলো, বিষয়টি তার জানা ছিলো না। এজন্য তিনি অনুতপ্ত, দুঃখিত এবং তার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবেনা বলেও উল্লেখ করেন।
তিনি আরো জানান, ওই দিন বিকালে আদমদীঘি ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় যোগদেন। সেখান থেকে সন্ধ্যা ৭টায় ফিরে আসার সময়ও দলীয় পতাকা দেখে এসেছিলেন। অথচ ইউনিয়ন পরিষদের সামনের পতাকা ৬টার আগে নামানো হলেও একটি মহল সেটি নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার জানান, বুধবার ইউপি চেয়ারম্যানকে দেওয়া নোটিশের জবাব  বৃহস্পতিবার দুপুরে দিয়েছেন। তা আমরা গ্রহণ করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।।  দৈনিক বগুড়া মেইল
Theme Customized BY Themes Seller.Com